মৎস্য চাষের উপযুক্ত একটি আদর্শ পুকুরের যেসব বৈশিষ্ট্য থাকবে

default-image-khetkhamaar
এক কথায় যেসব বৈশিষ্ট দেখে আমরা একটি আদর্শ পুকুর নির্বাচন করব চাষের জন্য। এ ধরনের পুকুরে চাষের খরচ তুলনামুলক কম হয় এবং লাভে পরিমান বেশি। তাই পুকুর নির্বাচনের সময় আমরা যদি একটু খেয়াল করি যে পুকুরে নিম্ন বর্নিত বৈশিষ্টগুলো আছে কিনা; যেমনঃ
- পুকুর খোলামেলা জায়গায় হতে হবে।
- পাড়ে বড় গাছ পালা থাকতে পারবে না।
- দৈনিক কমপক্ষে ৮-১০ ঘন্টা সুর্যের আলো পড়তে হবে।
- আয়তন ৩০ শতাংশ বা তার বেশি হওয়া ভাল।
- আয়তকার পুকুর হতে হবে।
- উত্তর দক্ষিনে লম্বা লম্বি হলে ভাল হয়।
- দোআঁশ মাটির পুকুর হলে ভাল হয়।
- পানির রঙ হবে সবুজ বা বাদামি।
- তলদেশের কাদার পরিমান ৬”-৯” উঁচু।
- পানির গভীরতা হবে ৬’-৮’।
- বন্যামুক্ত এলাকায় পুকুর হতে হবে।
- যোগাযোগ ব্যবস্থা ভাল হতে হবে।
- পুকুরের নিরাপত্তা থাকতে হবে।
- পানির PH হবে ৭-৮.৫।
- পানি প্রবেশের এবং বের করার সুবিধা থাকতে হবে।
The following two tabs change content below.

Mahmudur Rahman
সম্পাদক at ক্ষেতখামার
আপনার কৃষি সহায়তা আপনার এলাকাতেই।
কৃষি, মৎস্য চাষ, পোল্ট্রি, গবাদি পশু পালন, এবং পশু পাখির প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত যত তথ্য, জিজ্ঞাসা, কখন কোথায় কি হচ্ছে, কোন ঋতুতে কি ধরনের রোগের প্রাদুর্ভাব, কি কি ধরনের পূর্ব সতর্কতা নিতে হবে প্রভৃতি সকল বিষয়ে আমারা চেষ্টা করব আপনাদের জানাতে। আপনারাও পছন্দ মত বিষয়ে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব স্থানীয় ভাবে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করতে।
আপনাদের একজনের অংশগ্রহণই হয়ত অন্যজনকে সাহায্য করবে কৃষি সফল খামারি হতে।
ধন্যবাদ
কৃষি, মৎস্য চাষ, পোল্ট্রি, গবাদি পশু পালন, এবং পশু পাখির প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত যত তথ্য, জিজ্ঞাসা, কখন কোথায় কি হচ্ছে, কোন ঋতুতে কি ধরনের রোগের প্রাদুর্ভাব, কি কি ধরনের পূর্ব সতর্কতা নিতে হবে প্রভৃতি সকল বিষয়ে আমারা চেষ্টা করব আপনাদের জানাতে। আপনারাও পছন্দ মত বিষয়ে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব স্থানীয় ভাবে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করতে।
আপনাদের একজনের অংশগ্রহণই হয়ত অন্যজনকে সাহায্য করবে কৃষি সফল খামারি হতে।
ধন্যবাদ

Latest posts by Mahmudur Rahman (see all)
- হাঁস মুরগীর রোগ বালাই – October 1, 2014
- গাভী গরম না হওয়া – Anestrum – September 16, 2014
- গাভী বারবার গরম হওয়া – September 16, 2014
- পশুর দৈহিক ওজন নির্নয় – September 2, 2014
সংবাদ পাতা : মৎস্য
ক্ষেতখামার সম্পর্কিত বিষয়ে নিয়মিত জানতে আমাদের সাথে থাকুন।