পুকুর পরিমাপ পদ্ধতি

default-image-khetkhamaar
মাছ চাষের ক্ষেত্রে অহরহ বিভিন্ন প্রয়োজনে আমাদের পুকুরের আয়তন দরকার কার হতে পারে। যেমন মোট পানির পরিমান, মোট আয়তন মাছের সংখ্যা ইত্যাদি। এসব মাপের মাধ্যমে নির্ধারন করা সম্ভব কতটুকু ঔষধ অথবা খাদ্য এমন কি কোন প্রকারের খাদ্য উপাদন কতটুকূ প্রয়োগ করতে হবে কি পরিমান পানিতে, কতগুলো মাছের জন্য প্রভৃতি।
যেমন মনে করি আমাদের একটি পুকুরের
দৈর্ঘ্য = ৩০ ফুট,
প্রস্থ = ২২ ফুট এবং
গভীরতা = ৭ ফুট।
১ শতাংশ = ৪৩৫.৬ বর্গফুট
১ ঘনফুট = ২৮.৩ লিঃ পানি
১ শতাংশ = ৪০.৪৮ বর্গ মিটার
১ ঘনমিঃ = ১০০০ লিঃ পানি
১ ঘনফুট = ২৮.৩ লিঃ পানি
১ শতাংশ = ৪০.৪৮ বর্গ মিটার
১ ঘনমিঃ = ১০০০ লিঃ পানি
পুকুরের ক্ষেত্রফল = ৩০ X ২২ = ৬৬০ বর্গফুট = (৬৬০ / ৪৩৫.৬) = ১.৫২ শতক জমি
পুকুরের আয়তন = ৩০ X ২২ X ৭ = ৪৬২০ ঘনফুট = (৪৬২০ X ২৮.৩) = ১,৩০,৭৪৬ লিঃ পানি
ঔষধ প্রয়োগ মাত্রা ঃ- PPM পি পি এম = Parts Per Million
= ১ মিঃ গ্রাঃ / ১ লিঃ পানি
= ১ গ্রাঃ / ১০০০ লিঃ পানি
উল্লেখিত পরিমান পুকুর বা পানিতে ১ পিপিএম মানে হল আমাদের ১৩০.৭৫ গ্রাঃ পরিমান ঔষধ দিতে হবে।
The following two tabs change content below.

Mahmudur Rahman
সম্পাদক at ক্ষেতখামার
আপনার কৃষি সহায়তা আপনার এলাকাতেই।
কৃষি, মৎস্য চাষ, পোল্ট্রি, গবাদি পশু পালন, এবং পশু পাখির প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত যত তথ্য, জিজ্ঞাসা, কখন কোথায় কি হচ্ছে, কোন ঋতুতে কি ধরনের রোগের প্রাদুর্ভাব, কি কি ধরনের পূর্ব সতর্কতা নিতে হবে প্রভৃতি সকল বিষয়ে আমারা চেষ্টা করব আপনাদের জানাতে। আপনারাও পছন্দ মত বিষয়ে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব স্থানীয় ভাবে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করতে।
আপনাদের একজনের অংশগ্রহণই হয়ত অন্যজনকে সাহায্য করবে কৃষি সফল খামারি হতে।
ধন্যবাদ
কৃষি, মৎস্য চাষ, পোল্ট্রি, গবাদি পশু পালন, এবং পশু পাখির প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত যত তথ্য, জিজ্ঞাসা, কখন কোথায় কি হচ্ছে, কোন ঋতুতে কি ধরনের রোগের প্রাদুর্ভাব, কি কি ধরনের পূর্ব সতর্কতা নিতে হবে প্রভৃতি সকল বিষয়ে আমারা চেষ্টা করব আপনাদের জানাতে। আপনারাও পছন্দ মত বিষয়ে জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব স্থানীয় ভাবে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করতে।
আপনাদের একজনের অংশগ্রহণই হয়ত অন্যজনকে সাহায্য করবে কৃষি সফল খামারি হতে।
ধন্যবাদ

Latest posts by Mahmudur Rahman (see all)
- হাঁস মুরগীর রোগ বালাই – October 1, 2014
- গাভী গরম না হওয়া – Anestrum – September 16, 2014
- গাভী বারবার গরম হওয়া – September 16, 2014
- পশুর দৈহিক ওজন নির্নয় – September 2, 2014
সংবাদ পাতা : মৎস্য
ক্ষেতখামার সম্পর্কিত বিষয়ে নিয়মিত জানতে আমাদের সাথে থাকুন।