ছাগলের পি পি আর রোগের লক্ষণ ও প্রতিরোধ

ছাগলের ppr রোগ
বর্তমানে বাংলাদেশে ছাগল পালনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাঁধা হল পি পি আর ।
ছাগলের পি পি আর রোগের লক্ষণঃ
• রোগের শুরুতে ১০৫-১০৭ ডিগ্রি ফাঃ জ্বর হয়, এর সাথে পাতলা পায়খানা শুরু হয় ।
• ছাগলের নাক দিয়ে স্লেম্মা নির্গত হয় এবং নাকে ও মুখে ঘা হয় ।
• নাসারন্ধের চারধারে স্লেম্মা জমে যায় ।
• গর্ভবর্তী ছাগলের গর্ভপাত ঘটে ।
• ছাগলের দাঁড়ানোর ভঙ্গি অনেকটা কুঁজো হয়ে যায় ।
ছাগলের পি পি আর রোগের প্রতিরোধঃ
রোগ হওয়ার পূর্বে সুস্থও ছাগলকে এ রোগের টিকা দিয়ে রোগ প্রতিরোধ করাই সবচেয়ে উত্তম ব্যবস্থা । ব্যবস্থাপনা সংক্রান্ত পদক্ষেপ সমূহ পুরোপুরি মেনে চলতে হবে । বাচ্চার বয়স ৪ মাস হলেই এ রোগের টিকা দিতে হবে ।
বাংলাহিলি.কম
The following two tabs change content below.

Habib Hafiz
সংক্ষিপ্ত বররনা সময় করে লিখতে হবে।

Latest posts by Habib Hafiz (see all)
- কোয়েল পাখি পালন পদ্ধতি – March 6, 2014
- গাভীর রোগব্যাধি ও তার প্রতিকার – March 2, 2014
- রাজহাঁস পালন ও তার পরিচর্যা – February 21, 2014
- ছাগল পালনে স্বাস্থ্য ব্যবস্থাপনা – February 21, 2014
সংবাদ পাতা : পশু-পাখির প্রাথমিক চিকিৎসা
Tags:
পি পি আর রোগ
ক্ষেতখামার সম্পর্কিত বিষয়ে নিয়মিত জানতে আমাদের সাথে থাকুন।